বিগত কিছুদিনের হিসেব নিকেষ এর সময় এসেছে এবার-
ধূসর হাইওয়ে পেরিয়ে মলিন সবুজ প্রান্তর;
রোজ পেরিয়ে যাই আর ভাবি- সময় এত কম কেন!
কেউ নেই,কেউ থাকেনা চিরদিন,
তবুও কত হিংসা কত বিদ্বেষ কত অজুহাত।
সব একে একে তলিয়ে যায় সময়ের ঘূর্ণিপাকে।
এর ভেতরেও আবার কেউ কেউ আসে মুখোশ পরে,
দিয়ে যায় বোবাকান্না আর নিষ্পলক কয়েকটা রাত ;
এরাই বাঁচে ,এরাই মিষ্টি হেসে ঘুমতাড়ানির গান গেয়ে যায়।
আর আমি? সহজলভ্যতার সুরে সেই এক ও আদিম ভাবেই গান গেয়ে যাই।
দুখজাগানিয়া – মৈত্রেয়ী চক্রবর্তী
Published inPoetry
Be First to Comment